top of page

মাত্র দুই কাঠায় স্টুডিও আপার্টমেন্ট

মধু সিটিতে মাত্র দুই কাঠায় ডিজাইন করা এই বিল্ডিংটিতে প্রতি ফ্লোরে তিনটি করে ছোট স্টুডিও/ওয়ান বেড আছে। ছাদে সুইমিং পুল এবং বেইজমেন্ট এ লন্ড্রি , সাইকেল র‍্যাক আর গ্রাউন্ড ফ্লোরে আছে লাউঞ্জ, ডাইনিং। যদিও ডিজাইনটা কলাম বিম দিয়ে করা, তবে রিটেইনিং ওয়াল আর ফ্ল্যাট স্ল্যাব এ করলে আরো ভালো হবে সব-দিক থেকেই


এক্সটেরিয়র ভিউ


 


ফ্লোরপ্ল্যানগুলো এখানে দেয়া আছে


ছাদ । এখানে পুল আর বার্বিকিউ আছে

এটা টিপিক্যাল ফ্লোর প্ল্যান। তিনটি ইউনিট আছে। তিনটিই মূলত স্টুডিও তবে হালকা ওয়ান বেডরুমের প্রাইভেসি দেয়ার চেষ্টা করা হয়েছে।

এটা বেইজমেন্ট

আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। রেসেপশান দেখা যাচ্ছে, লাউঞ্জ আর ডাইনিং ও ।



135 views

Comments


bottom of page