ছোট্ট একটি দুই বেডরুমের বাংলোবাড়ি। কাজের শুরুতেই বেশ কিছু লিমিট দেয়া ছিল। প্রথমটা হচ্ছে বাজেট। খুব ছোট বাজেট। দ্বিতীয়ত টিনের চাল, বৃষ্টির দিনে ঝুম ঝুম বা টুপুর টাপুর শব্দ যেন শোনা যায়। আর ফাইনালি, আর্কিটক্ট দিয়ে করায়ে কি লাভ, যদি সুন্দর না হয়?
জায়গাটা একটু টিলার মত উঁচু । চারিদিকে অনেক গাছপালা আছে, বাগান আছে। বাড়িটার দক্ষিণদিকটা মূলত কোনাকুনি, তবু কাজের সুবিধার জন্য যেকোনো একদিক কে ত দক্ষিণ বলতেই হয়। সেই হিসেবে বাড়ি দক্ষিণমুখী
পেছনে বারবিকিউ আর আড্ডা দেয়ার জন্য কিছু জায়গা আছে। আর সামনে আছে সিলেটের বাংলোর মত বড় একটি বারান্দা। (আপনি কি জানেন ঝুল বারান্দার নাম ই বেলকনি?)। কাজ এখনো চলমান। প্ল্যান ছিল ২ মাসে শেষ করে দিবো কাজ, অল্প বাজেটের, কিন্তু কাজ বৃষ্টি আর দেশ স্বাধীনের কারণে অনেক পিছিয়ে। ভাবলাম ওয়েট করে লাভ কি, পোস্ট করে দিই। ডিজাইনের ছবিগুলো দিয়ে রাখলাম। কাজ শেষ হলে নাহয় আবার দেয়া যাবে। গ্রামের বাড়ির ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন
ঢাকা ডিজাইনারের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ :)
Comentários