top of page

Apartment for Mr. Jewel in Bashundhara R/A



বসুন্ধরার N-Block এ ৩ কাঠার উপর করা ছোট একটি জি+৬= ৭ তলা একটি আপার্টমেন্ট । বর্তমানের বা নতুন ড্যাপের নিয়মে স্কয়ারফিট অনেক কম পেলেও এখানে চেষ্টা করা হয়েছে সর্বোচ্চ স্কয়ায়ফিট দেয়ার জন্য । এই প্লটটির ওউনার জুয়েল ভাই ইংল্যান্ড প্রবাসী এবং তিনি আর্কিটেক্ট ফাল্গুনি মল্লিকের করা বসুন্ধরার ভিতরেই আরেক্টু বড় ল্যান্ডের উপর করা একটি প্রজেক্ট দিয়ে বেশ ভালোভাবেই বায়াসড ছিলেন, এবং এখনো আছেন। তাই এই বাড়ির ডিজাইনটি মূলত সেটির মত করে করা অন্তত বাইরে থেকে সেরকম করার চেষ্টা করা হয়েছে।


এছাড়া এই বিল্ডিঙের আরেকটি ইউনিক ফিচার হচ্ছে ছাদের সুইমিং পুল। এত ছোট বিল্ডিং এ সাধারণত পুল করা হয়ে ওঠেনা আমাদের। তবে এটায় আছে। এখানে এই পোস্ট এ ফ্লোর প্ল্যান এবং রেন্ডার ইমেজগুলো দিয়ে দেয়া হচ্ছে। মনে রাখতে হবে, প্রতিটি প্রজেক্টই ইউনিক। আপনি হুবহু কোন বিল্ডিং কপি করতে চাইলেও দেখবেন শেষ পর্যন্ত অনেক কিছু বদলে গিয়েছে। তাই প্রতিটি প্রজেক্ট নিয়েই আর্কিটেক্টদের সাথে আলাপ আলোচনা করা অনেক গুরুতবপূর্ণ





119 views

Comentarios


bottom of page