২০২৫ এর ঢাকার ইন্টেরিয়র ট্রেন্ড
- anjoncucse
- Mar 4
- 2 min read
ঢাকার ভীড়, যানজট আর ব্যস্ততার মাঝে আমাদের বাড়ি-ঘরই আমাদের শান্তির জায়গা। তাই সেটাকে যত সুন্দর, আরামদায়ক আর ব্যবহারযোগ্য করা যায়, ততই ভালো। এই ব্লগে ঢাকা ডিজাইনার থেকে আমরা আপনাদের সাথে শেয়ার করছি ২০২৫ সালের ঢাকার সবচেয়ে জনপ্রিয় ইন্টেরিয়র ডিজাইন ট্রেন্ডগুলো।
১. স্পেস এর স্মার্ট এবং কার্যকর ব্যবহার
ঢাকার বেশিরভাগ পরিবার সীমিত জায়গায় বাস করে। আমাদের ফ্ল্যাটগুলো বড় নয়, কিন্তু সঠিক পরিকল্পনায় ছোট জায়গাকেও সুন্দর ভাবে সাজানো এবং ব্যবাহার করা সম্ভব।
ঢাকা ডিজাইনারের সিনিয়র ইন্টেরিয়র কনসাল্টেন্ট জানান , "আমাদের ক্লায়েন্টরা এখন জায়গা বাঁচানোর উপায় খুঁজছেন, মাল্টি-ফাংশনাল ফার্নিচার এর ব্যবহারে সবাই ই আগ্রহ দেখাচ্ছেন"
আপনার বাসার ডাইনিং খুব ছোট হলে ফোল্ডেবল ডাইনিং টেবিল ব্যবহার করতে পারেন । স্টোরেজ সুবিধা সহ বেড এর চাহিদা আগের যে কোণও সময়ের থেকে এখন বেশি। ওয়াল-মাউন্টেড টিভি এর ব্যবহার সব বাসায় ই এখন ফ্লোর স্পেস বাঁচাচ্ছে। মাল্টিপারপাস আসবাব যেমন সোফা-কাম-বেড বা নেস্টেড টেবিল এর কাস্টম ডিজাইন এর চাহিদা ও এখন বেশ ভালোই।

২. ঐতিহ্য কিন্তু কিছুটা আধুনিক রূপে
গ্লোবালাইজেশনের যুগে আমাদের শিকড়ের সাথে সংযোগ রাখাও জরুরি। বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এখন অনেক ভাবেই ইন্টেরিয়রে প্রতিফলিত হচ্ছে, তবে একেবারে নতুন আঙ্গিকে। যেমন সোফায় নকশী কাঁথার মোটিফ সহ বা কুশন কভার, জামদানি প্যাটার্ন ব্যবহার করে ডিজাইন করা পর্দা, দেয়ালে নকশী কাঁথা বা জামদানি ফ্রেম করে সাজানো, কাঁসা-পিতলের ঐতিহ্যবাহী জিনিসপত্র দিয়ে আধুনিক সাজসজ্জা ইত্যাদি ।

৩. ইনডোর গ্রিনারি
ঢাকার ব্যস্ত জীবনে প্রকৃতির সান্নিধ্য আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি। ২০২৫ সালে ইনডোর গার্ডেনিং ট্রেন্ড হয়ে উঠেছে। গাছপালা শুধু সৌন্দর্যই বাড়ায় না, বাতাসও purification এর কাজ করে । ঢাকার বায়ু দূষণে ইনডোর প্ল্যান্ট এখন প্রয়োজনীয় হয়ে উঠেছে।
আমাদের পরামর্শ :
লো-মেইনটেনেন্স ইনডোর প্ল্যান্ট যেমন স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট বা পিস লিলি ব্যবাহার করুন
ভার্টিক্যাল গার্ডেন - দেয়াল বরাবর গাছ লাগিয়ে স্পেস বাঁচান
হার্ব গার্ডেন - রান্নার মসলা ঘরেই উৎপাদন করুন
হাইড্রোপনিক সিস্টেম - মাটি ছাড়াই গাছ লাগান

৪. স্মার্ট লিভিং সলিউশন
প্রযুক্তি এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ২০২৫ সালে স্মার্ট হোম গ্যাজেট আর সিস্টেম আমাদের দৈনন্দিন জীবন সহজ করছে। ঢাকা ডিজাইনারের প্রতিটি নতুন প্রজেক্টে আমরা স্মার্ট হোম সলিউশন অফার করছি, কাড়ন এটি শুধু আরাম নয়, বিদ্যুৎ সাশ্রয়ও করে। যেমন, ভয়েস-কন্ট্রোলড লাইটিং সিস্টেম
৫. পরিবেশবান্ধব টেকসই উপকরণ এর ব্যবহার
জলবায়ু পরিবর্তনের এই সময়ে পরিবেশবান্ধব টেকসই উপকরণ ব্যবহার একটি দায়িত্ব ও বটে। আমরা দেখছি, ক্লায়েন্টরা এখন স্থানীয় উপকরণ পছন্দ করছেন - যা টেকসই, পরিবেশবান্ধব এবং স্থানীয় কারিগরদের কেও সাপোর্ট করে। যেমন
বাঁশ ও বেতের আসবাব - যা টেকসই এবং হালকা
পাট ও শণ - প্রাকৃতিক ফাইবার দিয়ে তৈরি কার্পেট, পর্দা

৬. রঙের সঠিক ব্যবহার
২০২৫ সালে রঙের ক্ষেত্রে গাঢ় রং ব্যবহার বেশি দেখা যাচ্ছে, তবে সেটা করতে হবে সঠিকভাবে। ছোট জায়গায় রঙের ব্যবহারে সাবধান থাকতে হবে। একটি মাত্র দেয়ালে গাঢ় রং ব্যবহার করুন, অন্যগুলো হালকা রাখুন।
২০২৫-এর ট্রেন্ডিং রং এর ভিতর দেখা যাচ্ছে গাঢ় সবুজ, টিল ব্লু, আর্থ টোন এর রঙগুলো।
৭. ঢাকার জলবায়ু উপযোগী ডিজাইন
ঢাকার গরম ও আর্দ্র আবহাওয়ায় বাড়ি ডিজাইন এবং সাজানোর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ক্রস ভেন্টিলেশন অর্থাৎ বাতাস চলাচলের উপযুক্ত জানালা-দরজার ব্যবহার নিশ্চিত করুন। অনেকেই গ্রিন রুফ বা রুফটপ গার্ডেন করছেন ছাদের তাপমাত্রা কমাতে। একই সাথে এনার্জি-এফিশিয়েন্ট সিলিং ফ্যান ও কুলিং সিস্টেম এর চাহিদা বেশ ভালোই।
আপনার বাড়ি সাজানোর প্রশ্ন বা পরামর্শের জন্য আমাদের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পেইজে যোগাযোগ করুন। আমাদের বিশেষজ্ঞরা আপনাকে সাহায্য করতে প্রস্তুত।
আপনার ঘর হোক আপনার শান্তির ঠিকানা, আপনার ব্যক্তিত্বের প্রতিফলন। ঢাকা ডিজাইনার পরিবার থেকে শুভকামনা!
Comments